Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুরে বিক্ষোভ

প্রধান শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুলাহ বিন জোহানী তুহিনসহ ১০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও দৌলতপুর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরাত আলী এবং স্কুলের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মুফাজ্জেল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মেম্বর, আওয়ামী লীগ নেতা ছারেউদ্দিন খান, ইয়াকুব আলী, জাহেরুল ইসলাম ও মোমেনুর রহমান মোহন। বক্তারা বলেন, দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও দৌলতপুর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরাত আলী এবং স্কুলের সভাপতি মুফাজ্জেল হক গোপনে সাবেক সভাপতি মো. ছাদিকুজ্জামান খানের স্বাক্ষর জাল করে শাহরিন বানু ও হাসানুজ্জামান কে নিয়োগ দেন। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা অবৈধ নিয়োগের প্রতিবাদ করলে প্রধান শিক্ষক মোঃ ফরাত আলী বাদী হয়ে ১০ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর নামে আদালতে চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা আরো বলেন ফরাত আলী একজন দুর্নীতিবাজ লোক। সে ক্ষমতার অপব্যবহার করে তার ৬ জন নিকট আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বসাধারণ স্কুলের প্রধান শিক্ষক ফরাত আলী ও স্কুলের সভাপতি মুফাজ্জেল হককে অবাঞ্ছিত ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা প্রত্যাহার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ