রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার শ্যামপুর গ্রামে বহুল আলোচিত মান্নান হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের নানান ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। অব্যাহত আসামিদের হুমকির মুখে জীবন বাঁচাতে বাীদ নূরুল মোল্লা পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় জিডি করেছেন। নূরুল মোল্লা জানান, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি গ্রাম্য দলাদলির জের ধরে একই এলাকার ছালাম, জহুর, বাকা, মহিনুর, কামরুল, কালাম, শরিফুল, আক্তার খায়রুলসহ প্রতিপক্ষ একটি গ্রুপ তার ছোট ভাই মান্নানকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পরদিন তিনি সদর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর আসামিরা হাইকোর্টের নাম ভাঙ্গিয়ে নকল জামিননামা তৈরি করে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে বলে প্রচার করে এলাকায় স্বাভাবিক চলাচল করতে থাকে। পরে আদালত বিষয়টি জানতে পেরে তাদের জামিন বাতিল করে। পরবর্তীতে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হলে সম্প্রতি তারা জামিন মুক্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের হুমকি ও ভয়ভীতিতে মামলার বাদী পলাতক জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এদিকে মামলার স্বাক্ষ্যগ্রহণ যুক্ততর্ক উপস্থাপন শেষ পর্যায়ে রয়েছে। মামলা তুলে না নিলে বা সাজা হলে তাকে খুন করে তারা জেলে যাবে বলে হুমকি দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।