মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কে সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থানের পর মানহানি সংক্রান্ত অভিযোগে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। গত শুক্রবার তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এরদোগান বলেন, আমার বিরুদ্ধে অপমানকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য যেসব মামলা দায়ের করা হয়েছিল আমি সেগুলো প্রত্যাহার করে নিচ্ছি। তিনি নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যরে নিদর্শন হিসেবেও বর্ণনা করেন। তাকে অসম্মান করা বা তার মানহানি করার অভিযোগে চলতি বছরের গোড়ার দিকে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দুই হাজার মামলা হয়েছিল। তবে অভ্যুত্থানের পর তুর্কি সরকারের ধরপাকড়সহ বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেন, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই তুরস্কের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না। সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোগান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করে তিনি বলেছেন, যার যার নিজের কাজে মন দিন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।