Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দু’দেশে উত্তেজনার আপাত অবসান

উ.কোরিয়ার নেতার সঙ্গে হবু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক মাইক পম্পেও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। এতে করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দু’দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। উত্তরের নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিতে ইস্টারের সপ্তাহান্তে পিয়ংইয়ংয়ে কিম-পম্পেও ওই বৈঠক হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স। ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্র মার-আ-লগোতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানানোর পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্পও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকের কথা প্রকারান্তরে স্বীকার করেছেন। “আমাদের সরাসরি কথা হচ্ছে, খুবই উচ্চ পর্যায়ে,” পম্পেওর সফর নিয়ে কিছু না বললেও কিমের সঙ্গে তার বৈঠকের জন্য পাঁচটি স্থানকে বিবেচনা করা হচ্ছে বলেও যোগ করেন তিনি। দুই কোরিয়ার মধ্যে অর্ধশতাব্দী আগে হওয়া যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার আলোচনা শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ১৯৫০-৫৩ পর্যন্ত দুই কোরিয়ার যুদ্ধ হয়েছিল। যুদ্ধ সমাপ্তিতে কোনো শান্তিচুক্তি না হওয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও ‘কার্যত যুদ্ধবিরতির’ মধ্যে আছে। সিআইএ পরিচালক পম্পেওকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। গত মাসে তিনি টিলারসনের স্থলাভিষিক্ত হিসেবে এ গোয়েন্দা কর্মকর্তার নাম ঘোষণা করেন। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগে পম্পেওকে সিনেটের অনুমোদন পেতে হবে। হবু এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পিয়ংইয়ংয়ে গিয়ে কিমের সঙ্গে বৈঠকের খবরটি প্রথম দেয় ওয়াশিংটন পোস্ট। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পরপরই পম্পেও গোপনীয় ওই বৈঠক করেন বলে সিআইএ পরিচালকের ‘উত্তর কোরিয়ায় সরাসরি সফর’ বিষয়ে অবগত দুটি সূত্র্রের বরাত দিয়ে জানায় মার্কিন এ গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে পরে বার্তা সংস্থা রয়টার্সও পম্পেওর পিয়ংইয়ং সফর ও কিমের সঙ্গে বৈঠকের খবর দেয়। উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন কূটনীতিকরা অতীতে বেশ কয়েকবারই পিয়ংইয়ং সফর করেছেন; দেশটির সঙ্গে অনানুষ্ঠানিক উপায়ে যোগাযোগ চালিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তারা। জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগসাজশে এসব যোগাযোগ হলেও পম্পেওর সফরও একই প্রক্রিয়ায় হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ