বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের বদরগঞ্জে ঝড়ে গাছ চাপায় অমিছা বেগম (৩৮) নামে এক নারী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অমিছা আউলিয়াগঞ্জ রেলস্টেশনের পাশে রেলের জায়গায় টিনের চালা ঘরে বসবাস করতেন। মঙ্গলবার রাতের ঝড়ে তার চালা ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়লে চালা ঘরটির নিচে চাপা পড়েন অমিছা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আউলিয়াগঞ্জ এলাকায় কচু শাক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওবায়দুল নামে পাঁচ বছর বয়সী শিশুটি বেঁচে যায়। আনিছা আউলিয়াগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের স্ত্রী।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।