বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাগমারার নরদাস ইউনিয়নের জোকার বিল দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আনিসুর রহমান মৃধা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন বাগমারা থানার ওসি নাসিম আহমেদ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নরদাস ইউনিয়নের জোকার বিল দখল নিয়ে দুই গ্রামবাসীর বিরোধ চলছিলো। আজ বুধবার সকালে বিল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আনিসুর রহমান মৃধা নামে একজনের মৃত্যু ও সাতজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।