প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: এবারের বৈশাখে গান নিয়েই ব্যস্ত ছিলেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। বৈশাখের একাধিক কনসার্টে গান করেছে পড়শীর ব্যান্ড বর্ণমালা। পড়শী জানান, দারুণ আনন্দে কেটেছে বৈশাখ। আর এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি নতুন গানেরও কাজ চলছে। চলতি মাসেই আমার নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হবে। তিনি বলেন, গত বছর প্রকাশ হয়েছিল রস্তা নামে আমার একটি গান। এবার গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ধ্রæব মিউজিক স্টেশন-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি। পড়শী বলেন, গানটির কথা ও সুর দারুণ হয়েছে। সঙ্গে ভিডিওটি সবার পছন্দ হবে। এখানে আমাকে অন্যরকম লুকে দেখা যাবে। আশা করি, সবার কাছে একটা ভালো কাজ নিয়ে হাজির হতে পারবো। উল্লেখ্য, পড়শীর সর্বশেষ মিউজিক ভিডিও ছিল মন ভুইলা। গানটির কথা ও সুর করেন তানজীব সারোয়ার, সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন। এটি প্রকাশিত হয়েছিল সিডি চয়েজের ব্যানারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।