Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারের বিবৃতিকে চ্যালেঞ্জ করলেন আইসিসি কৌঁসুলিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রোহিঙ্গা নিধনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান পদক্ষেপ নিয়ে মিয়ানমারের সমালোচনা নাকচ করে দিয়েছে ওই আদালতের কৌঁসুলিদের দফতর। নেপিদোর পক্ষ থেকে ওই পদক্ষেপকে আইসিসি সনদ আর ভিয়েনা চুক্তির লঙ্ঘন দাবি করা হলেও তা মানতে নারাজ ওই আদালতের কৌঁসুলিরা। গত শুক্রবার আইসিসির পদক্ষেপে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে মিয়ানমারের পক্ষ থেকে দেওয়া বিবৃতির পর এক পাল্টা বিবৃতিতে তারা জানিয়েছেন, সম্পূর্ণ সতর্ক অবস্থান থেকেই তাদের একজন কৌঁসুলি রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারকে বিচারের আওতায় নেওয়ার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন। মিয়ানমারের শুক্রবারের বিবৃতির পর একই দিনে আইসিসির কৌঁসুলিদের দফতর থেকে দেওয়া এক পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারের বিচারের ব্যাপারে নির্দেশনা চেয়ে আইসিসিতে করা কৌঁসুলি বেনসুউদার আবেদন, এ বিষয়ে তার পূর্ণ সতর্কতার বহিঃপ্রকাশ। ওই বিবৃতিতে দাবি করা হয়, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে কৌঁসুলিদের প্রবল আকাক্সক্ষা থাকলেও তারা কোনও দেশের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান ও বিচারব্যবস্থার আওতার মধ্যে থেকেই তা করতে চান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ