Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

বাসস | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৮, ৪:৪১ পিএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মি. রাম আমাদের আমন্ত্রণ করেছেন। আমাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ২২ তারিখ সকালে ঢাকা ছাড়ছি। ২৩ তারিখ পার্টি টু পার্টি অনেক আলোচনা হবে। আবার ২৪ তারিখ আমরা চলে আসবো।’

২০ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এছাড়াও প্রতিনিধি দলে থাকছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য গোলাম কবির রাব্বানী চিনু ও এস এম কামাল হোসেন।



 

Show all comments
  • গনতন্ত্র ১৬ এপ্রিল, ২০১৮, ৫:১০ এএম says : 0
    জনগন বলছেন, “ সবজান্তা – ২০১৮ “ অন্য করলে কই নালিশ পার্টি আমার বেলায় হয় মেজবানী, কথা বানানোর মেশিন আবিষ্কার বিদেশে করবো রপ্তানি ৷ বস্তা ভরে আনবো টাকা ব্যাংকে রাখবো জমা আমি, কয়দিন পরে সংবাদ আসবে নিয়ে গেছে টাকা ফিলিপাইনি ৷ সারা দুনিয়ায় নীতি আছে আমরা পাইছি র্দুনীতির খনি, মুখ বন্ধের মাষ্টার আমরা কোন বিদ্যায় নই ফালানি ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ