Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদীর মনোহরদীতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মানদারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে মানদারটেক গ্রামের ফাইজ উদ্দিনের ঘরের দরজা ভেঙে ১০-১২ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্তা ফাইজ উদ্দিন ও তার ছেলে সোহরাবকে পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে এক ডাকাত ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়। তবে পুলিশ তার নাম পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ