রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বহুল প্রচারীত ও প্রাচীনতম দেশ ও জনগণের মুখপাত্র দৈনিক ইনকিলাব নিত্য নাপড়লে খাওয়া দাওয়া এমনকি ঘুম যেতেও ইচ্ছে হয়না তার। ৪২ বছর বয়স্ক রাউজানের হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়াডস্ত এয়াছিন্নগর গ্রামের জহুর মেম্বারের বাড়ীর মুহাম্মদ নন্না মিয়ার মেঝ ছেলে মুহাম্মদ নাজিম উদ্দিন মাইজভান্ডারী পেশায় একজন সিএনজি অটো রিক্সা চালক। মাত্র ৫ ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে পরিবারের তাগিদে দীর্ঘ ২৮ বছর যাবৎ ড্রাইভারী পেশায় নিয়োজিত তিনি।অন্য ড্রাইভার আর তার মধ্য অনেক কিছু তফাৎ। যেমন তিনি ৫ ওয়াক্ত নামাজ কাযা করেননা,রোজা রাখেন,ধর্মীয় মাহফিল যেমন ওয়াজ, মাইজভান্ডার দরবারের পোগ্রামের ব্যানার ফেষ্টুন সব কিছু নিজে পরিশ্রম করে লাগিয়ে দেন, টাকা নেননা কারো থেকে। তার ড্রাইভারী ইনকাম হতে বাৎসরিক ৪ টি ব্যাক্তিগত ধর্মীয় মাহফিলও করেন তিনি। তার বসত ঘরটি কিন্তু জড়াজীর্ণ। গত ৭ এপ্রিল শনিবার তার সাথে কথা হয় এ প্রতিনিধির, তিনি জানান নিত্য আমি দৈনিক ইনকিলাব সহ অন্যান্য বেশ কয়েকটি পত্রিকা পড়ি। কিন্তু দৈনিক ইনকিলাব পড়ে যে মজা পাই সে মজা অন্য পত্রিকায় পাওয়া যায়না।যেমন আমার আগ্রহ ধর্মীয় খবর পড়া সেটি পড়তে পারি। যা অন্য পত্রিকায় চাপা হয়না। দৈনিক ইনকিলাব আমি একদিন নাপড়লে খাওয়া ধাওয়া ভাল লাগেনা, এমনকি ঘুমও হয়না। তিনি জানান গ্রামে থাকলে আমিরহাট বাজারে সূজন সেনের ফার্মেসী কিংবা সৈয়দ কপিল উদ্দিন (খোকন)’র দোকানে বসে ইনকিলাব পড়ে নিই। শহরে গেলে চেরাগী পাহাড় নতুবা আন্দরকিল্লাহ এলাকায় হকারের দোকান থেকে কিনে নিয়ে গাড়িতে বসে বসে পড়ি। ১৯৯৬ সাল হতে থেকে নিয়মিত পত্রিকা পড়ে আসছেন নাজিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।