Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ৯:৪৪ এএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে দু'জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার ভোর রাত সোয়া ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় নূর-এ আলম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চা দোকানদার শাহ-মাহমুদ (৫৫) উপজেলার শ্রীরামপুর এলাকা মৃত দেছের আলীর ছেলে ও হোটেল কর্মচারী হাসিনা খাতুন (৫০) কায়েমকোলা এলাকার আমিরউদ্দিনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বি এম সামছুন নূর জানান, ময়মনসিংহ থেকে মাছবোঝাই একটি ট্রাক (যশোর-য-১১-০৩১৯) পাবনা যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকান ও হোটেলে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় আহত হয় একজন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ