নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সমস্যার সূত্রপাত প্রায় সাড়ে তিন বছর আগে। আইসিসির ভবিষ্যত ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০১৪ সালের নভেম্বর ও পরের বছরের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে দুটি দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়ার কথা ছিল ভারতের। কিন্তু বার বার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আস্বঃস্থ করলেও শেষ পর্যন্ত কোন সিরিজেই অংশ নেয়নি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যে কারণে বিসিসিআইয়ের বিরুদ্ধে ‘আইনি পদক্ষেপ নেয়ার’ ঘোষণা দেয় পিসিবি।
পিসিবির ঘোষণার চার মাস পর সেই ঝামেলা মেটাতে এগিয়ে এসেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজন্য তিন সদস্য বিশিষ্ঠ একটি ডিসপুট প্যানেল গঠন করা হয়েছে। যাচাই-বাচাই শেষে আগামী অক্টোবর ১ থেকে ৩ তারিখের মধ্যে দুবাইয়ে এর চূড়ান্ত রায় প্রদান করা হবে বলেও আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। সেই সাথে এটাও জানানো হয়, ডিসপুট প্যানেলের রায় চূড়ান্ত বলেই বিবেচিত হবে। ভারত উল্লেখিত দুই সিরিজ না খেলায় নিজেদের ৭০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানায় পিসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।