পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ায় সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিবেচনা করে ইউরোপীয় দেশগুলোর বিমান চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ইউরোপীয় বেসামরিক বিমান চলাচল সংস্থা। এটি বলেছে, আগামী ৭২ ঘণ্টা ইউরোপীয় বেসামরিক বিমান যেন পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলে। ইউরোপীয় বেসামরিক বিমান চলাচল সংস্থা মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, কোনো বেসামরিক বিমান যেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগরের আকাশে না যায়। সিরিয়ার দৌমা এলাকায় কথিত রাসায়নিক হামলার জের ধরে আমেরিকা ও তার মিত্র দেশগুলো গত কয়েকদিন ধরে দামেস্কের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। হোয়াইট হাউজ মঙ্গলবার বলেছে, সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার জবাব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ল্যাটিন আমেরিকা সফর বাতিল করেছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।