Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দান্ত সাকিব, জিতেছে দলও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আইপিএলের প্রথম ম্যাচে বাংলাদেশকে সুখবর দিতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে দুর্দান্ত পারফর্ম্যান্সের সঙ্গে দলের জয়ের সুসংবাদ দিলেন আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান। সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ আসরে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে রাজস্থার রয়্যালসকে।
টস হেরে ব্যাটে নামা রাজস্থানের ইনিংসে মোক্ষম আঘাতটা হানেন সাকিব। চতুর্থ উইকেটে তখন ভয়ঙ্কর হতে শুরু করেছেন রাহুল ক্রিপতি ও সনজু স্যামসনের ২৯ রানের জুটি। এমন সময় নিজের চতুর্থ ও শেষ ওভারে দুজনকেই সাজঘরে পাঠান টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক।
ইনিংসের চতুর্থ ওভারেই বল হাতে ক্রিজে আসেন সাকিব। পাওয়ার প্লের প্রথম দুই ওভারে ২টি বাউন্ডারিতে দেন ১২ রান। তৃতীয় ওভাওে কোন বাউন্ডারি না দিলেও দুটি ডাবল ও চারটি সিঙ্গেলে দেন মোট আট রান। সব মিলে ৪ ওভারে মাত্র ২২ রানের খরচায় ২ উইকেট নেন সাকিব। এর মধ্যে ৯টি ছিল ডট বল। তবে সাকিব নয়, ১৭ রানে ২ উইকেট নিয়ে হায়দরাবাদের সেরা বোলার ছিলেন সিদ্ধার্ত কাউল।
প্রথম ওভারেই রান আউট হন রাজস্থান ওপেনার ডি’আর্চি শর্ট (৪ বলে ৪)। সপ্তম ওভারে দলীয় ৫২ রানে বিদায় নেন আরেক ওপেনার ও দলপতি আজিঙ্কে রাহানে (১৩ বলে ১৩)। দুই ওভার পরেই দলীয় ৬৩ রানে বিদায় নেন আসরের সবচেয়ে দামি বিদেশী খেলোয়াড় বেন স্টোকস (৮ বলে ৫)। এরপরই রয়্যালসের ভরসার প্রতীক হয়ে ওঠা ত্রিপতি (১৫ বলে ১৭) ও স্যামসনকে (৪২ বলে ৪৯) ফিরিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন সাকিব। রাজস্থানও আটকে যায় ৯ উইকেটে ১২৫ রানে।
জবাবে দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানে ঋদ্ধিমান শাহার উইকেটটি হারিয়ে ২৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ম্যাচ সেরা শেখর ধাওয়ান করেন অপরাজিত ৭৭ রান (৫৭ বলে)। অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৩৫ বলে ৩৬ রান করে।



 

Show all comments
  • জলিল ১০ এপ্রিল, ২০১৮, ৪:৫৩ এএম says : 0
    এটাই আসল সাকিব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ