Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঞ্চে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জে লঞ্চ ভ্রমণে গিয়ে বিষাক্ত মদপান করে ৩ জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম জানা গেছে। এরা হলো মোঃ বিপ্লব হোসেন (৩০) ও মোঃ জাকির হোসেন (৩৫)। খেজুরবাগ দড়গাবাড়ি এলাকার অহিদুল ইসলামের ছেলে লঞ্চ ভ্রমণে অংশগ্রহনকারী অসুস্থ যুবক অপু জানান, আগানগর ইউনিয়নের কালিগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগের উদ্যোগে গত শুক্রবার লঞ্চ ভ্রমণের আয়োজন করা হয়। লঞ্চের মধ্যে মদবিক্রির ব্যবস্থার পাশাপাশি বিনোদনের জন্য ৪ জন নর্তকীও ছিল। এজন্য যুব বয়সী অনেক ভ্রমণকারীরা প্রতিপেগ বিষাক্ত মদ ১’শটাকার বিনিময়ে ক্রয় করে পান করে। এতে লঞ্জের মধ্যেই ১৫-২০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাত সাড়ে ১১টায় লঞ্চ আবার কালিগঞ্জ গুদারাঘাট এলকায় আসলে অসুস্থদেও দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব ও জাকির মারা যায়। লঞ্চ ভ্রমণের আয়োজকরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালায়। নিহত বিপ্লবকে গোপনে এলাকায় দাফন করা হয় এবং গোপনে নিহত জাকিরের লাশও তার গ্রামের বাড়ি বাঘেরহাটে পাঠিয়ে দেয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ খোরশেদ আলম, বিপ্লব হোসেন ও জাকির হোসেনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি আরো জানান, বিষাক্ত মদপান করে একজন গিটারবাদকও মারা গেছে তবে তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার বিকেল ৩টায় সরেজমিনে কালিগঞ্জ নয়াবাড়ি এলাকায় নিহত বিপ্লবদের বাড়িতে গিয়ে শোকের মাতম দেখা যায়। বিপ্লবের বাবা ফালান মিয়া জানান তার ছেলে কালিগঞ্জ এলাকায় একটি গার্মেন্টস কারখানায় কাটিং মাষ্টারের কাজ করতো। গত শুক্রবার লঞ্জ ভ্রমণে গিয়ে বিষাক্ত মদপান করে তার ছেলে মৃত্যু হয়। আমি এই ঘটনার বিচার চাই। নিহত জাকির হোসেন তিন সন্তানের জনক। সে কালিগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগের প্রচার সম্পাদক ছিল। সে কালিগঞ্জ মার্কেটে গার্মেন্টস ব্যবসা করতো। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদপানে

২৬ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ