মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাককে সোমবার আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। দেশটির সাবেক নেতাদের দুনীর্তির অভিযোগে অভিযুক্ত করার এটি সর্বশেষ ঘটনা। সরকারি কৌঁসুলিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা লি’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, কর ফাঁকি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের দুর্নীতি ও ক্ষমতার অপব্যহারের দায়ে ২৪ বছরের সাজা হওয়ার একদিন পর অপর সাবেক নেতা লিকে অভিযুক্ত করা হলো। গত মাসের দিকে আটক করা হলেও সাবেক নেতা লি কৌঁসুলিদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। লি তার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগ অস্বীকার করে এসবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।