মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় যে ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করেছে তা আবারো শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে পাকিস্তান। ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ আহমেদ চৌধুরি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি যে মার্কিন প্রশাসন সবসময় দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা করে চলেছে, কিন্তু তাদের সমপ্রতিক ঝোঁক ভারসাম্যহীনতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানী সাংবাদিকদের উদ্দেশ্যে শুক্রবার ব্রিফিঙ্কালে তিনি আরো বলেন যে এই ঝোঁক ভারত সরকারকে মারমুখি আচরণ করতে সাহসী করে তুলেছে, যা সবচেয়ে বেশি দেখা যায় অধিকৃত কাশ্মিরে।
যুক্তরাষ্ট্র যদি ভারসাম্যপূর্ণ পাওয়ার-প্লেয়ারের ভূমিকা পালন করে তাহলে তা দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য ভালো সহায়ক হতে পারে বলে রাষ্ট্রদূত মনে করেন।
রাষ্ট্রদূত সাংবাদিকদের মাঝে একটি ফ্যাক্ট-শিট বিতরণ করেন। এত দেখা যায় যে বিগত ৫ দিনে ভারতীয় সেনারা ২০ জন নিরিহ কাশ্মিরীকে হত্যা করেছে। এতে বলা হয়, ভারত অধিকৃত কাশ্মিরে আত্ম-নিয়ন্ত্রণ অধিকার আদায়ের জন্য বৈধ সংগ্রাম চলছে, এটা কোন সন্ত্রাসবাদ নয়। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।