Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ২:৪৬ পিএম

সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে সোমবার সকালে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম এম বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষুব্ধরা দফায় দফায় মিছিল করে। কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে আনা, কোটায় কোনো ধরণের বিশেষ নিয়োগ না দেয়া, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার না দেয়া, চাকরীর ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ করণ ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদসমূহে মেধায় নিয়োগ দেয়ার ৫ দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- কোটা প্রথার সংস্কার চাই’, ‘একই ব্যক্তি কোটার সুবিধা বারবার নয়’, ‘মেধা ৯০%, কোটা সর্বোচ্চ ১০%’ এমন স্লোগান ধারণ করে বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলন করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ