Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক রূপায় ১২ লাখ

স্পোর্টস রিপোর্টার, গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া) থেকে | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপা জিতে দেশের মান বায়েনে আব্দুল্লাহ হেল বাকি। যে জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও শ্যুটিং স্পোর্টস ফেডারেশন তাকে ১২ লাখ টাকা অর্থ পুরষ্কার দেবে। এ ঘোষণা আগের হলও কথাটি গতকাল মিডিয়াকে মনে করিয়ে দেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। তিনি বলেন, ‘প্রতিশ্রুতি মোতাবেক রৌপ্যপদক জিতে বাকি ফেডারেশনের কাছ থেকে ৭ লাখ এবং বিওএ’র পক্ষ থেকে আরো ৫ লাখ সহ মোট ১২ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন।’ অপু আরো বলেন, ‘এই পদক জয়ের মাধ্যমে আমাদের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। এই জয়টি পরবর্তী লড়াইয়ের বাংলাদেশের অন্য শ্যূটারদের মনোবলকে সুদৃঢ় করবে।’
এখন এসএ গেমসের ৫০ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদকে ঘিরে বাংলাদেশ দল নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে তিনি ১০ মিটার পিস্তল ও ৫০ মিটার পিস্তল ইভেন্টে অংশ নিবেন। প্রসঙ্গে অপুর কথা, ‘আমরা এখনই কিছু বলে তাদের উপর চাপের বোঝা চাপিয়ে দিতে চাই না। তবে আশাবাদী। আশা করছি আমাদের পদক প্রাপ্তির তালিকাটা আরো একটু প্রলম্বিত করতে পারব।’ তিনি বলেন, ‘এমনিতেই শ্যূটাররা মানষিকভাবে চাঙ্গা ছিল। এই পদক জয়ের ফলে তাদের মনোবল আরো বেড়ে গেছে। এ লড়াইয়েও ভারতকে প্রধান প্রতিপক্ষ মনে করছি। তবে আপনারা দেখেছেন আজকের লড়াইয়ে স্বর্ন পদকটি জয় করেছে অস্ট্রেলিয়া। আমি আগেই বলেছি ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর বেশ ভাল প্রস্তুতি নিয়ে এসেছে।’
১৯৯০সালে অনুষ্ঠিত অকল্যান্ড কমনওয়েলথ গেমসে এয়ার পিস্তল থেকে বাংলাদেশকে প্রথমবারের মত স্বর্ন পদক এনে দিয়েছিলেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি। এয়ার পিস্তল থেকে স্বর্ন পদক জিতেছিলেন তারা। এটিই ছিলো এই গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়। এ ধারাবাহিকতায় ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে লাল সবুজদের স্বর্ণপদক এনে দেন আসিফ হোসেন খান। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ দলগত ভাবে রৌপ্য এবং ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত গেমসে দলগত ব্রোঞ্জ পদক জয় করে। সর্বশেষ ২০১৪ গøাসগো কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেশকে রূপা এনে দেন আবদুল্লাহ হেল বাকি। যাকে ঘিরেই এবারো পদক প্রত্যাশা করছে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকি

১১ অক্টোবর, ২০২০
৯ এপ্রিল, ২০১৮
৯ আগস্ট, ২০১৬
২২ মে, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ