Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ রেঞ্জে নামছেন শুটার বাকি

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : রিও অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনে নিজের যোগ্যতা প্রমাণ করতে আজ রেঞ্জে নামছেন বাংলাদেশের কৃতি শুটার আব্দুল্লাহহেল বাকি। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় রিও’র অলিম্পিক শুটিং সেন্টার রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই পর্বে গুলি ছুঁড়বেন তিনি। এ রাউন্ড টপকাতে পারলে লাল-সবুজের এই শুটার খেলবেন ফাইনাল রাউন্ডে
রিও অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনের ১৫টি ইভেন্টে ৯৭ দেশের ৩৯০ জন শুটার অংশ নিচ্ছেন। যার মধ্যে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়বেন ৫৬ জন শুটার।
রিও অলিম্পিকে অংশ নেয়ার আগে বাকির সেরা সাফল্য ২০১৪ সালে গøাসগো কমনওয়েলথ গেমসে। এ আসরের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি রৌপ্যপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন। তখন থেকেই শুরু হয় বাকির রিও অলিম্পিক প্রস্তুতি। নিজ ইভেন্টে বাংলাদেশের এই শুটার সাড়ে ছয়শ’ স্কোরের নীচে ঘুরপাক খাচ্ছেন। তার ক্যারিয়ার সেরা স্কোর ৬২৭/৬২৮ পয়েন্ট। কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ৬২২.৮ স্কোর করে ৩০তম হয়েছিলে বাকি। তবে স্কোরের আরও উন্নতির লক্ষ্যে তিনি ডেনিশ কোচ ক্লাভস ক্রিসটেনসের অধীনে দীর্ঘদিন অনুশীলন করেন। গøাসগো কমনওয়েলথ গেমসের পর বেশ ক’টি আন্তর্জাতিক আসরে অংশ নিলেও আব্দুল্লাহহেল বাকির চোখ ছিলো রিও অলিম্পিকের দিকেই। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞে ভালো কিছু করে দেখানোই তার মুল লক্ষ্য। তবে এ আসরে ভালো কিছু করার লক্ষ্যে রেঞ্জে নামার আগে বাকিকে মনে রাখতে হবে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অলিম্পিক স্কোরটি। ২০১২ লন্ডন অলিম্পিকে রোমানিয়ার অ্যালিন মোলদিভিয়ানু ৭০২.১ স্কোর করে স্বর্ণপদক জিতেছিলেন। আর র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা ড্যানিশ শুটার মাগনুস বাকেনের স্কোর ছিল ৬৯১.৫। তাই রিও’তে কিছু করে দেখাতে হলে বাকিকে অনেক মনোযোগি হতে হবে। তুলতে হবে নিজ ক্যারিয়ারের সেরা স্কোর। বাংলাদেশের অন্য পাঁচ ক্রীড়াবিদের মতোই এবারের অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে গেছেন বাকি। কমনওয়েলথ গেমসে রূপা জয়ের সুবাদে অলিম্পিকে তাকে নিয়ে আশাবাদি অনেকেই। অন্তত তিনি বাছাই পর্ব পেরুতে পারবেন এমনটাই আশা বাংলাদেশের শুটিংবোদ্ধাদের। অলিম্পিকে পদক জয় দূরূহ ব্যাপার হলেও যদি রিও’তে বাকি স্কোরের উন্নতি ঘটাতে পারেন, তাহলে হয়তো আসরের বাছাই পর্ব পেরিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়তে পারবেন। কারণ এর আগে বাংলাদেশের কোন শুটার এ যোগ্যতা অর্জন করতে পারেননি।
রিও’তে নিজের সেরাটা দিতে প্রস্তুত লাল-সবুজের এই শুটার। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানান। বাকি বলেন, ‘আমি চেষ্টা করবো রিও’তে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করে দেশের মান বাড়াতে। অলিম্পিকে ভালো কিছু করে দেখাতে মুখিয়ে আছি আমি। আল্লাহ সহায় হলে এবং রেঞ্জে নিজে ঠিক মতো জ্বলে উঠলে এবারের অলিম্পিকে ক্যারিয়ার সেরা স্কোর তুলবো আমি। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

 

অলিম্পিকে বাংলাদেশের খেলা

৮ আগস্ট : আবদুল্লাহ হেল বাকি
শুটিং ১০ মিটার এয়ার রাইফেল বাছাই (সন্ধ্যা ৬টা)
১০ আগস্ট : শ্যামলী রায়
আর্চারি রিকার্ভ বো বাছাই (রাত ১২-৩৯ মি.)
১১ আগস্ট : সিদ্দিকুর রহমান
গলফ ব্যক্তিগত স্ট্রোক প্লে ১ম রাউন্ড (বিকেল ৪-৩০ মি.)
১১ আগস্ট : মাহফিজুর রহমান
সাঁতার পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা)
১২ আগস্ট : সোনিয়া আক্তার
সাঁতার মহিলা ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা)
১২ আগস্ট : শিরীন আক্তার
অ্যাথলেটিকস মহিলা ১০০ মিটার হিট (রাত ৮-৫৫ মি.)
১৩ আগস্ট : মেজবাহ আহমেদ
অ্যাথলেটিকস পুরুষ ১০০ মিটার হিট (সন্ধ্যা ৬-৩০ মি.)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ রেঞ্জে নামছেন শুটার বাকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ