Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে পুলিশের সোর্স হত্যা মামলার আসামী বাঘা জুয়েল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে পুলিশের দুই সোর্স হত্যা মামলার অন্যতম আসামী বাঘা জুয়েল (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, টঙ্গী মডেল থানার এএসআই বিপ্লব, এসআই সুমন ভক্ত ও কনস্টেবল আলম। গত বুধবার রাত সাড়ে ৩টায় ইসলামপুর (দত্তপাড়া) কসাইবাড়ি এলাকায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়। এসময় জুয়েল গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে জুয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহত জুয়েল পুলিশের সোর্স কতুব ও আরিফ হত্যার অন্যতম আসামী। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ প্রায় ১৫ টি মামলা রয়েছে। ঘটনার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত এএসআই বিপ্লবের হাতের রগ কেটে গেছে বলেও ওসি জানান।
বাঘা জুয়েলের পিতার নাম সেন্টু। তাদের বাসা টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) আলম মার্কেট এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টঙ্গীতে পুলিশের সোর্স হত্যা মামলার আসামী বাঘা জুয়েল ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ