Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো সীমান্তে আড়াইশ’ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে মেক্সিকো সীমান্তে আড়াইশ’ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে টেক্সাস সরকার। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেনাদের সীমান্তে পাঠান হবে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র। গত শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকেও মেক্সিকো সীমান্তে প্রায় চার হাজার সেনা মোতায়েনের পারিকল্পনার কথা জানানো হয়েছে বলে জানায় রয়টার্স। আগামী সপ্তাহে অ্যারিজোনা সরকারও মেক্সিকো সীমান্তে দেড়শ’ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বিবিসি। সীমান্ত প্রাচীর নির্মাণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষায় চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। কঠোর অভিবাসন বিরোধী নীতির অংশ হিসেবে ট্রাম্প মেক্সিকো সীমান্তে ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ ব্যবস্থারও অবসান চান। গত শুক্রবার এ সংক্রান্ত একটি পরিকল্পনার কথাও বলেছেন তিনি। ট্রাম্প চান, মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের বিতাড়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ পর‌্যন্ত তাদের আটক করে রাখা হোক। কিভাবে এ কাজ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছেন তিনি। টুইটারে গত সাত দিনে এ বিষয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ