Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ হচ্ছে আজ

ফজলুল হক এভিনিউর পরিবর্তে কেন্দ্রীয় ঈদগাহে অনুমতি

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:৪৪ পিএম

নানা উৎকণ্ঠা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে বরিশালে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। শুক্রবার রাত ১১টার দিকে মহানগর পুলিশের তরফ থেকে আজ নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি’কে সমাবেশ করার অনুমোদন দেয়া হয়। বিএনপি’র তরফ থেকে অবশ্য নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউতে ঐ সমাবেশ করার অনুমোদন চাওয়া হয়েছিল আরো দশদিন আগে। এমনকি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত করেও অনুমোদন প্রদানের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেইস্থানে সমাবেশ করার সায় দেয়নি পুলিশ।
আজকের বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার কথা রয়েছে।
পুলিশ শুক্রবার রাত ১০টা পর্যন্ত আজকের সমাবেশ করার কোন অনুমোদন না দিলেও বিএনপি নেতৃবৃন্দ যেকোনো মূল্যে তা করার প্রত্যয় ব্যক্ত করেন। এমনকি বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়ও বিএনপি নেতৃবৃন্দ তাদের দৃঢ় মনোভাবের কথা জানিয়েছিলেন। শুক্রবার দিনভরই আজকের সমাবেশের প্রস্তুতিও চলছিল। বেগম সেলিমা রহমান ছাড়াও দলের কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দও বরিশালে পৌঁছে দলীয় অফিসে অবস্থান করছিলেন।
শেষ পর্যন্ত রাত প্রায় ১১টার দিকে মহানগর পুলিশের পক্ষ থেকে ফজলুল হক এভিনিউর পরিবর্তে নদী বন্দর সংলগ্ন নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ করার অনুমোদনের কথা জানান হয়। রাতেই নেতৃবৃন্দ ঈদগাহ ময়দান পরিদর্শন করে সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি শুরু করেন। সকাল থেকে বিপুল সংখ্যক কর্মী সেখানে নানা কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।
দুপুর ১২টায় এ রিপোর্ট লেখার সময় আজকের সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নগরীর ঈদগাহ ময়দানে সমাবেশ স্থলে কাজ করছেন। বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ আজকের সমাবেশে যোগ দেবেন বলে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ