Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের কিষাণগঙ্গা প্রকল্প নির্মাণের পর বিশ্ব ব্যাংকের দ্বারস্থ পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারত নিলাম নদীর উপর বিতর্কিত কিষাণগঙ্গা পানিবিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করেছে, এ খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দুটো বিতর্কিত প্রকল্প নিয়ে পাকিস্তানের উদ্বেগের বিষয়ে ১৯৬০ সালের ইন্দুজ ওয়াটার্স ট্রিটি অনুযায়ী বিশ্ব ব্যাংক যাতে তার দায়িত্ব পালন করে, সেজন্যই তাদের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। সরকারের এক কর্মকর্তা ডনকে জানান যে, জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করা হয়েছে, যাতে বিশ্ব ব্যাংক এখানে তাদের দায়-দায়িত্ব স্বীকার করে এবং প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ভারত যাতে ১৯৬০ সালের চুক্তি মেনে চলে, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। ওই কর্মকর্তা বলেন, ২০১৬ সালের শুরুতে পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে একটি কোর্ট অব আরবিট্রশান (সিওএ) স্থাপন না হওয়া পর্যন্ত সব ধরণের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিশ্ব ব্যাংক। কিন্তু এই নিষিদ্ধ সময়ের মধ্যেই ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কিষাণগঙ্গা প্রকল্প নির্মাণ করেছে ভারত। পাকিস্তানের অনুরোধের জবাবে ভারত পাল্টা নিরপেক্ষ বিশেষজ্ঞ তলব করেছে। নিলাম নদীর উপর নির্মিত কিষাণগঙ্গা প্রকল্প এবং চেনাব নদীর উপর নির্মিত রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে যে বিরোধ রয়েছে, সেটা মীমাংসার জন্য বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ করেছে পাকিস্তান। কর্মকর্তা বলেন, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে চিঠি পৌঁছেছে এবং সেটা ভাইস প্রেসিডেন্টের কাছে পৌঁছেছে। ব্যাংকে নিযুক্ত পাকিস্তানের ডিরেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত যেহেতু কিষাণগঙ্গা প্রকল্পের কাজ শেষ করে ফেলেছে, এখন পাকিস্তান এখানে কি আশা করতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ মুখ বুজে বসে থাকতে পারে না এবং নীতিগত জায়গা থেকে এর পরিসমাপ্তি ঘটাতে হবে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ