Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১১:৪৯ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্বপন (২৮) নামে এক যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন জানান, বহিরাগত স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাহির থেকে হাসপাতালের পুরাতন ভবনে আনে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়।

পরে ওই নারীর চিৎকারে লোকজনসহ আনসার সদস্যরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে শাহবাগ থানা পুলিশে দিয়েছি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, নারী নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা হবে। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ