Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ৪:০৪ পিএম

ধর্ষণের দায়ে চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. জিয়াউর রহমান আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সাজাপ্রাপ্তরা হলেন - সদর উপজেলার চুনাখালি খলিপাড়ার কসিমুদ্দিনের ছেলে মো. সোহেল ওরফে বাবু (২৪), একই গ্রামের মো. বিশু খলিফার ছেলে দবির আলী (২৫) ও ফড়িং বিশ্বাসের ছেলে মো. আমিনুল ইসলাম ২০)।
তাদের মধ্যে মো. সোহেল ওরফে বাবু রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। অন্য দুইজন পলাতক।
জেলার জজ আদালতের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে বলেন, সোহেল প্রেমের ফাঁদে ফেলে ২০১৫ সালের ৬ জুন এক মেয়েকে ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন মো. দবির আলী ও মো. আমিনুল ইসলাম।
ঘটনার পরদিন মেয়েটি নিজে বাদী হয়ে মামলা করেন জানিয়ে পিপি বলেন, তদন্ত শেষে এসআই মো. দুলাল উদ্দিন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এ মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা করেছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ