Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ আইনজীবী রথীশের অর্ধগলিত লাশ উদ্ধার

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১০:১৪ এএম

রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা)র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরীর তাজহাট মোল্লা পাড়ার একটি বাসা থেকে অর্ধ গলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্ত্রীর পরকীয়া এবং তার পরিকল্পনাতেই তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহত রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী দীপা ভৌমিক, কন্যা অদিতি ভৌমিক এবং দীপা ভৗমিকের কথিত প্রেমিক কামরুল ইসলাম জাফরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর দেয়া তথ্যমতে আইন-শৃঙ্খলা বাহিনী নগরীর তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে এডভোকেট রথীশের লাশ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে এডভোকেট রথীশের স্ত্রী দীপা ভৌমিককে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে তার দেয়া তথ্যমতে লাশ উদ্ধার করে। পরে তার লাশ সনাক্তের জন্য নিহতের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজুসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। তারা অর্ধগলিত লাশ দেখে সনাক্ত করলে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হন।
উল্লেখ্য, এড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা গত ৩০ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। তার উদ্ধারের দাবীতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত ছিল। তার স্ত্রীর দেয়া তথ্যমতে, তিনি ৩০ মার্চ সকালে নিজ বাসভবনের সামনে থেকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ