মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণতন্ত্র ও অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে নিজেদের নাম লেখাতে চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গত সোমবার এ কথা বলেন। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ দশে নিজেদের নাম লেখানো। খবর আনাদলু এজেন্সির। ইস্তাম্বুলে ৮০টি স্কুল উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্কের উন্নতি ও সামর্থ যেভাবে বাড়ছে সেভাবে প্রতিকূলতাও বাড়ছে। এজন্য আমাদের স্বপ্নে পৌঁছানো সহজ নয়। সিরিয়ার আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, তুর্কি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৮৭২জন পিকেকে গেরিলাকে নিঃশেষ করেছে। উল্লেখ্য, নিহত, আত্মসমর্পণ কিংবা আত্মঘাতীকে তুরস্ক নিঃশেষ বলে থাকে। এর আগে গত রোববার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তুর্কি সেনারা তাদের দায়িত্ব পালনে এবং লক্ষ্য অর্জনে কখনো পিছপা হবে না। ইরাকের সিনজারে অভিযান চালানোর বিষয়ে ইরাক কর্তৃপক্ষের উদ্দেশ্যে এরদোগান বলেন, আপনারা যদি তাদের (পিকেকে/কুর্দি গেরিলা সন্ত্রাসীদের) সঙ্গে সমঝোতা করেন তাহলে তুরস্ক অভিযান চালাতে কারো অনুমতি নেবে না। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।