রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে রোববার বিকেলে মধুখালী উপজেলার গাজনা পূর্ণ চন্দ্র বহুসুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের আয়োজনে স্বাধীনতা কাপ মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফরিদপুর জেলা শহরের চাঁদের হাট গালর্স ফুটবল একাডেমির সাথে গাজনা পূর্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মহিলা ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দিতাপূর্ন খেলায় গাজনা উচ্চ বিদ্যালয় একাদশ ১-০ গোলে জেলার চাঁদের হাট গালর্স ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় বিজয়ী দলের অধিনায়ক আয়শা খাতুন জয়সূচক গোলটি করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালামা তানজিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব মোল্যা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, মধুখালী থানা পরিদর্শক মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, গাজনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রতন কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিমল চন্দ্র সাহা, বিশিষ্ঠ সমাজ সেবক হাজী মোসলেম উদ্দিন মোল্যা, শিক্ষক উৎপল ভৌমিক, লক্ষন দাস প্রমুখ। খেলা পরিচালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আশুতোষ গুহ, সহকারি ছিলেন রাশেকুল আমিন ও হৃদ কোমল দাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।