Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে কুরআন প্রতিযোগিতায় হাফেজ মুজাহিদ প্রথম

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিসরের কায়রোতে অনুষ্ঠিত ২৫ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা বিশ্বের ৫০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুজাহিদুল ইসলাম। আন্তর্জাতিক ক্বারী হাফেজ নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার কিতাব বিভাগের ছাত্র সে। মিসরের ২৫তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা গত ২৪ মার্চ শুরু হয়ে ২৯ মার্চ শেষ হয়েছে। আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় এবার বিশ্বের ৫০টি দেশ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এ প্রতিযোগিতায় ৬৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কাজবিদসহ পুরো ৩০ পারা কুরআনে হাফেজদের এ প্রতিযোগিতার জন্য হাফেজ মুজাহিদুল ইসলামকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল। হাফেজ মুজাহিদ প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ