Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ছিনতাইকারী বানরকে খুঁজছে ভারতীয় পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতে পুলিশ একটি বানরকে খুঁজছে। ওই বানরের বিরুদ্ধে অভিযোগ হলো, সে একটি শিশুকে ‘ছিনতাই’ করে নিয়ে গেছে। পরে ওই শিশুটির লাশ পাওয়া গেছে একটি কুয়ার ভেতরে।
পশ্চিম ভারতীয় রাজ্য উড়িষ্যাতে এই ঘটনাটি ঘটেছে। বলা হচ্ছে, বাচ্চাটির মায়ের চোখের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। কিন্তু তিনি তার সন্তানকে ওই বানরের হাত থেকে উদ্ধার করতে পারেননি। বানরের হাতে ছিনতাই হওয়ার একদিন পর রোববার রাতে বাড়ির পেছনে একটি কুয়ার ভেতরে শিশুটির লাশ খুঁজে পায় তাদেরই একজন আত্মীয়। পরিবারটি বলছে, বানরটি তাদের বাড়ির ভেতরে ঢুকে শিশুটিকে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশের কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। যদিও বিভিন্ন সময়ে বানরদেরকে বাড়িঘর নষ্ট করতে দেখা গেছে। কিন্তু তাদেরকে কখনো শিশুদেরকে সাধারণত এভাবে নিয়ে যেতে দেখা যায় না।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পিসি প্রধান বিবিসিকে বলেছেন, ‘আমরা আশা করছি বানরটিকে আমরা এক সপ্তাহের মধ্যে ধরে ফেলবো’।
তিনি বলেন, ‘সাধারণত দেখা যায় যে খাবারের জন্যে বানরেরা মানুষের উপর আক্রমণ করছে কিম্বা বাড়িঘরের ভেতরে ঢুকে পড়ছে। কিন্তু একটি বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম’।
বানর ধরায় দক্ষ এমন একটি গ্রুপের সাথে পুলিশ এখন অভিযান পরিচালনা করছে। বন বিভাগের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বানরটি ওই পরিবারের বাড়িতে ঢুকে পড়েছিলো শনিবার সকালের দিকে। এবং তখনই সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
একজন চিকিৎসক, যিনি বাচ্চাটির লাশ পরীক্ষা করে দেখেছেন, তিনি বলছেন, তার দেহে আঘাতের কোন চিহ্ন নেই। ‘মনে হয় ডুবে গিয়েই তার মৃত্যু হয়েছে,’ বলেন তিনি। স্থানীয়দের অনেকেই বলছেন, বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় হয়তো সে তার হাত থেকে পড়ে গেছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ