Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাতেমার চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আট বছরের ফুটফুটে শিশু ফাতেমা। যে বয়সে খেলাধুলা ও পড়াশুনায় ব্যস্ত থাকার কথা সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে দিন-রাত অতিবাহিত করছে। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুসের চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ফাতেমা জটিল ক্যান্সারে আক্রান্ত, তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় তিন লাখ টাকার প্রয়োজন।
চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাট গ্রামের দরিদ্র মাদ্রাসা শিক্ষক আসিফ হোসাইনের মেয়ে ফাতেমা আক্তার (৮)। ফাতেমার বাবার সামান্য বেতন দিয়ে সংসার চালাতেই নিয়মিত হিমসিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন মেয়ের অসুস্থ। এতদিন ধার-দেনা করে মেয়ের চিকিৎসা চলছিলো। এখন আর চিকিৎসার ব্যায় বহন করা সম্ভব হচ্ছে না। এদিকে অর্থ সংকটে চিকিৎসা চালাতে না পারায় ফাতেমার শারীরিক অবস্থা ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা
আসিফ হোসাইনে
হিসাব নং-২০৫০১৩৬৬৭০০১৭০৯০৭
ইসলামী ব্যাংক লি. ফার্মগেট শাখা, ঢাকা
মোবাইল ০১৭২৮৫৫২৯৩৪ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ