মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য, চার বেসামরিক লোক ও ১৩ জন বিদ্রোহী রয়েছে। তবে রাইজিং কাশ্মীর নামের একটি গণমাধ্যম দুই শতাধিক লোক আহতের কথা বলেছে।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তিন জওয়ান ও ১২ বিদ্রোহী নিহতের কথা বলেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন ১২ জন বিদ্রোহী ও তিন সেনা সদস্য নিহতের কথা বলেছে।
বার্তা সংস্থার এএফপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সেনাবাহিনীর অভিযানের সময় স্থানীয় বিক্ষোভ শুরু করলে তার ওপর গুলি চালায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও ইট-পাটকেল ছুড়ে মারে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।