Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১০:৩৯ এএম

ফেনী শহরের মাস্টার পাড়া এলাকা থেকে আসমা আক্তার সীমা (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ওই এলাকার বকুল বিলাশ নামে ৬তলা ভবনের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন ওই ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। তবে লাশে রক্ত না থাকায় স্থানীয়রা ধারণা করছেন এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড।

নিহতের স্বামী আবুল বশর জানান, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। তবে নিহতের চাচাতো বোন সাহেদা আক্তার বলেন, তার বোনের মানসিক সমস্যা আছে বলে তিনি জানতেন না। গত সপ্তাহেও তার সঙ্গে কথা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে কথা হয় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদের সঙ্গে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, নিহত আসমা আক্তার এলাকার মেট্রো বিল্ডিংয়ের ৪র্থ তলার বাসিন্দা আবুল বশর ভূঞার স্ত্রী। সাবিত, ওয়াসি ও সাহিদ নামে তার তিন ছেলে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ