Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৮ ঘণ্টার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন ভারতীয় উপগ্রহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পৃথিবীর কক্ষপথে নতুন উপগ্রহ প্রেরণের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভারত। রবিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক বিবৃতিতে ইসরো জানায়, ‘জিস্যাট-৬ এ’ নামের এই উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। ভারত ও দেশটির সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে এবং ‘চন্দ্রযান-২’ এর প্রস্তুতির জন্য হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিনসহ মহাকাশ অভিযানের প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষা নিরীক্ষা করতে এই উপগ্রহ পাঠিয়েছিল ভারত। বৃহস্পতিবার ‘জিএসএলভি-এমকে ২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে ‘জিস্যাট-৬ এ’ নামের উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। দুই হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে বিকাল ৪টা ৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংযোগ

২১ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ