Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ হাসানের মৃত্যু

৫ জনের মধ্যে বেঁচে আছেন ২ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাড়ির কেয়ারটেকার হাসানের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। হাসানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে দগ্ধ ৫জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দু’জনের অবস্থা গুরুতর। গত ২৭ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে পরিষ্কার করতে যান হাসান। ভেতরে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিলো না। এজন্য কাগজে আগুন জ্বালালে সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক ইয়াকুব আলীসহ (৭০) পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেদিন রাত ১টার দিকে বাড়ির ভাড়াটিয়া ইয়াসমিনের (৩৫) মেয়ে শিশু রুহি (৩) মারা যায়। এ ঘটনায় গত ২৯ মার্চ বাড়ির মালিকের স্ত্রী দগ্ধ হাসিন আরা খানমের (৬০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় এখন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন ইয়াকুব আলী ও ইয়াসমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ