মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। এ কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা। তিনি গত বৃহস্পতিবার আরও বলেছেন, ইউরোপের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এই চুক্তি একটি উপাদান হিসেবে কাজ করবে। একই সঙ্গে তিনি এ কথাও বলেছেন যে, নিজের সীমান্তকে নিরাপদ রাখার মতো ব্যবস্থা রাশিয়ার কাছে রয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে কখনো হুমকি সৃষ্টি হলে রাশিয়া তা মোকাবেলা করতে পারবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে পোল্যান্ড। আরটি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।