Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াজের চ্যালেঞ্জ নিলেন সাজু খাদেম স্বাগতা ও নাবিলা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক রিয়াজ-এর ছুড়ে দেয়া ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর চ্যালেঞ্জে সাড়া দিয়েছেন অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী স্বাগতা এবং নাবিলা ইসলাম। কিছুদিন আগে রিয়াজ হঠাৎ গাড়ি থেকে নেমে জাতীয় সংসদ ভবনের সামনে কিছু একটা কুড়াচ্ছেন- এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন আশপাশের মানুষ। কালো চশমা, কালো টিশার্ট, নীল জিন্স এবং হাতে গ্লাভস পরে একটি ব্যাগ হাতে রিয়াজকে ময়লা কুড়াতে দেখে সবাই হয়তো ভেবেছিলেন-এটি কোনো চলচ্চিত্রের শূটিং। কিছুক্ষণ পর তাদের ভুল ভাঙ্গে। জানতে পারেন, রিয়াজ নিজের হাতে সংসদ ভবনের সামনের ময়লা পরিষ্কার করার মাধ্যমে দর্শকদেরকে চ্যালেঞ্জ করেছেন। প্রত্যেককে নিজের জায়গা পরিষ্কারের ভিডিও করে ফেসবুকে পোস্ট করে সেখানে আরো ৩ জন বন্ধু বা পরিচিত মানুষকে ট্যাগ করতে হবে এই চ্যালেঞ্জে অংশ নিতে। চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন উল্লেখিত তিন তারকা। সব ধরণের নিয়ম অনুসরণ করে দেশকে পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ ক্ষেত্র থেকে বিশেষ কিছু করার প্রত্যয় এবং ভক্তদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন এই তিন তারকা। সাজু খাদেম বলেন, আমরা নিজের বাসা নোংরা করার সময় হাজার বার চিন্তা করি। কিন্তু এই শহরটাকে কখনও নিজের না ভেবে দিব্যি নোংরা করে চলেছি। একটু সচেতনতাই পারে সব বদলে দিতে, তৈরি করতে পারে পরিচ্ছন্ন বাংলাদেশ। সাজু খাদেম নিজে চ্যালেঞ্জ গ্রহণ করার পাশাপাশি চ্যালেঞ্জ দিয়েছেন বন্ধু ও ভক্তদের উদ্দেশ্যে। তিনি বিশেষভাবে চ্যালেঞ্জ দিয়েছেন অভিনেতা আরফান, ইরেশ যাকের এবং মিঠুকে। স্বাগতা বলেন, দেশটা আমার আপনার, আমাদের সকলের তাই তাকে পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আসুন, নিজে দেশটাকে পরিচ্ছন্ন রাখি এবং অন্যকে পরিচ্ছন্নতার উৎসাহ দেই। আমাদের সম্মিলিত চেষ্টায় দেশটা স্বপ্নের মতো সুন্দর করে গড়ে তুলি। স্বাগতা তার খুব কাছের পাঁচ জন বন্ধুকে সরাসরি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নাবিলারও একই আহ্বান ভক্ত ও বন্ধুদের প্রতি। তিনি বলেন, আমি মনে করি, আমাদের সবার মন সুন্দর এবং আমরা সবাই আমাদের বাংলাদেশকে পরিচ্ছন্ন দেখতে চাই। নিজেকে সুন্দর, পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যেমন জরুরী তেমনি এই দেশটাকে পরিচ্ছন্ন রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। উল্লেখ্য, সমপ্রতি ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক ক্যাম্পেইনের অংশ হিসেবে চিত্রনায়ক রিয়াজ এই অনলাইন চ্যালেঞ্জটির সূচনা করেন।
ছবিঃ সাজু, স্বাগতা ও নাবিলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ