Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রোজা ইলেক্ট্রনিকস’র পণ্যদূত হলেন চিত্রনায়ক রিয়াজ

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ক্রোজা ইলেক্ট্রনিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (পণ্যদূত) হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়করিয়াজ
আহমেদ সিদ্দিক। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিয়াজ ও ক্রোজার মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অভিনেতা রিয়াজ ও ক্রোজা ইলেক্ট্রনিকস’র চেয়ারম্যান মো. ইসমাইল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম শাহ্-জাহান কামাল এমপি ও মোহাম্মদ আব্দুল্লাহ, কনফিডেন্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বাবুল। উদ্যোক্তারা জানান, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে কোম্পানিটি কাজ করবে। ক্রোজা ইলেক্ট্রনিকস বর্তমানে ফ্রিজ, টিভি, এসি, আইপিএস, হোম এ্যাপলায়েন্স, জেনারেটর ও ব্যাটারিসহ বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিকস পণ্য বাজারজাত করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রোজা ইলেক্ট্রনিকস’র পণ্যদূত হলেন চিত্রনায়ক রিয়াজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ