Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুহাদ্দিছ রিয়াজ উদ্দিনের ইন্তেকাল

শোক সংবাদ

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মমতাজীর উস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রিয়াজ উদ্দিন (৭৫) সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় মরহুমের প্রিয় কর্মস্থল ভাংনাহাটি কামিল মাদরাসা মাঠে জানাযা শেষ তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসায় ফাজিল পর্যন্ত এবং ঢাকা আলিয়া থেকে তাফসির, হাদিস, আদব বিভাগে কামিল পাস করেন। পরে ভাংনাহাটি কামিল মাদরাসায় ৩৬ বছর মুহাদ্দিছ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষকতা জীবনে হাজার হাজার ছাত্রকে আলেম তৈরি করেছেন তিনি। প্রখ্যাত আলেমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাযায় অংশগ্রহণ করে শোক জানিয়েছেন জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব ও ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা
শাব্বির আহমেদ মমতাজী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুহাদ্দিছ রিয়াজ উদ্দিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ