Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির চোট কতটা গুরুতর?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আন্তর্জাতিক বিরতি শেষ। ফুটবলাররা ফিরেছেন নিজ নিজ ক্লাবের ডেরায়। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠের বাইরে থেকে দলের ভরাডুবির সাক্ষি হওয়ার পর নিজ ক্লাব বার্সেলোনায় ফিরেছেন চোটগ্রস্থ লিওনেল মেসিও। সেই চোটের মাত্রাটা কোন পর্যায়ে এখন তা পর্যবেক্ষণ করবে র্বাসেলোনা। তবে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দের আশা, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিং ইনজুরি ততটা গুরুতর নয়।
ইনজুরির কারণে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের কোনটিতেই একাদশে ঠিলেন না মেসি। গ্যালারিতে বসেই ইতালির বিপক্ষে দেখেছিলেন দলের ২-০ গোলের জয়। কিন্তু পরের ম্যাচেই ঠিক এর বিপরীত চিত্র। ভিআইপি গ্যালারিতে বসে স্পেনের কাছে দলকে ৬-১ গোলের লজ্জায় ডুবতে দেখেন ৫বারের বর্ষসেরা। শেষ অবধী ত্যক্ত বিরক্ত হয়ে গ্যালারি ছেড়েও বেরিযে যান।
তবে ভালভার্দের মতে, মেসির এই সমস্যা আগেও ছিল। দুই সপ্তাহ আগেও ব্যাথা নিয়েই তিনি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলেছেন। এরপরও এ নিয়ে খুব একটা চিন্তিত নন ভালভার্দে, ‘আমি চিন্তিত নই, কারন লিও নিজেকে খুব ভালই চেনে। তবে আমরাও এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। অ্যাথলেটিকের বিপক্ষে সে ভালভাবেই ম্যাচ শেষ করেছে। এটা ঠিক যে কিছুটা সমস্যাতো রয়েছেই। কিন্তু খুব একটা গুরুতর নয়। বার্সেলোনায় ফিরে এসে মেডিকেল টিমের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
শনিবার লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া। মেসিসহ অন্য সতীর্থরাও আন্তর্জাতিক দায়িত্ব শেষে কাতালান শিবিরে ফিরতে শুরু করেছে। আগামী মাসে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করবে কাতালানদের। লা লিগা ছাড়াও রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ। এরপর ২১ এপ্রিল আবারো সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৫টি গোল করেছেন মেসি, ১৬টিতে করেছেন সহায়তা।
মেসির মত কিছুটা শঙ্কা আছে গোলরক্ষক টার স্টেগেনকে নিযে। হাঁটুর ইনজুরির কারনে জার্মানীর হয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারনেনি স্টেগেন। তবে সুখের খবর হলো হ্যামস্ট্রিং ও হাঁটুর সমস্যা কাটিয়ে স্পেন দলে ফিরেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং (শীর্ষ ২০)

ক্রম দল
১ জার্মানী
২ ব্রাজিল
৩ বেলজিয়াম
৪ পর্তুগাল
৫ আর্জেন্টিনা
৬ সুইজারল্যান্ড
৭ ফ্রান্স
৮ স্পেন
৯ চিলি
১০ পোল্যান্ড
১১ পেরু
১২ ডেনমার্ক
১৩ ইংল্যান্ড
১৪ তিউনিশিয়া
১৫ মেক্সিকো
১৬ কলম্বিয়া
১৭ উরুগুয়ে
১৮ ক্রোয়েশিয়া
১৯ নেদারল্যান্ড
২০ ইতালি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ