গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিইউপিতে “লোন ডিফল্ট কালচার ইন ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ: দ্যা ওয়ে ফরোয়াড” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় গতকাল। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেল এর উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী ও উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার। প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. এ বি এম মোঃ আজিজুল ইসলাম, তত্তাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক উল হক সেমিনারে সভাপতিত্ব করেন এবং ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেল এর প্রভাষক শাহরিন আশরাফ সেমিনারটি সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিইউপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।