Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার আগামীকাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৩:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল । বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এতে মূল আলোচক হিসেবে বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করবেন।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ