বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিএইচপি ফ্যামিলির উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-ইউআইটিএস’এর তৃতীয় সমাবর্তন আজ বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এবং বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বক্তব্য রাখবেন।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন মন্ত্রীবর্গ এবং সংসদ সদস্যবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য শিক্ষাবিদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সমাবর্তন গ্রাজুয়েট্স ও তাদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।