মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে জিততে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
রোববার দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে; এতে বামপন্থি লুলার সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি জাইর বোলসোনারোরই মূল লড়াই হচ্ছে। আজ ভোটের ফলাফলে লুলা ৫০ শতাংশের বেশি ভোট পেতে পারেন বলে বেশ কয়েকটি জনমত জরিপে ধারণা দেওয়া হয়েছে। তেমনটা হলে আর রান অফ ভোটের প্রয়োজন পড়বে না। ভোটের আগে শনিবার প্রকাশিত অন্তত দুটি জরিপে লুলাকে বোলসোনারোর তুলনায় ১৪ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে জরিপসংস্থা আইপিইসির হিসাব বলছে, ফাঁকা ও নষ্ট ব্যালট বাদ দিয়েই বৈধ ভোটের ৫১ শতাংশ পেতে যাচ্ছেন লুলা। আর ডাটাফোলহার জরিপ বলছে, দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করা তুমুল জনপ্রিয় লুলা পাচ্ছেন বৈধ ভোটের ৫০ শতাংশ।
শনিবার প্রকাশিত সিএনটি/এমডিএ এবং জেনিয়াল/কোয়ায়েস্টের দুটি জরিপেও লুলাই ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন। এই দুই জরিপে তিনি বৈধ ভোটের যথাক্রমে ৪৮ ও ৪৯ শতাংশ পেতে যা্ছনে বলে ধারণা দেওয়া হয়েছে। রোববারের নির্বাচনে লুলা, বোলসোনারোসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে কোনো প্রার্থীই যদি বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পান, তাহলে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ৩০ অক্টোবর দ্বিতীয় রাউন্ড ভোট হবে। লুলা সাংবাদিকদের বলেছেন, রোববারই নির্বাচনী দৌড়ের লড়াই শেষ হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বী ৬৭ বছর বয়সী সাবেক সেনা ক্যাপ্টেন বোলসোনারো তিন দশক ধরে ব্রাজিলের পার্লামেন্টে বন্দুক নিয়ন্ত্রণ আইন শিথিল এবং গর্ভপাত ও সমকামিতার বিরুদ্ধে কথা বলে গেছেন। ২০১৮ সালে রক্ষণশীলদের জোয়ার তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেয়। ডানপন্থি এ রাজনীতিক সাও পাওলো ও দক্ষিণের রাজ্য সান্তা কাতারিনায় মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে তার নির্বাচনী প্রচার শেষ করেছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।