মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের ১৫তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুয়ার্তে। তিনি দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে। রবিবার নিজ শহর দাভাও-তে আয়োজিত এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠন করেন। এর আগে দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন সারা। গত মে মাসের ১০ জুনে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী লাভ করেন মার্কোস জুনিয়র। আর ভাইস প্রেসিডেন্ট পদে সারা দুয়ার্তে। সারা রবিবার শপথ নিলেও মার্কোস জুনিয়র নেবেন আগামী ৩০ জুন। এর মধ্য দিয়ে সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন মার্কোস। ওই দিন থেকেই এই দুইজনের শাসন শুরু হবে ফিলিপাইনে। উল্লেখ্য, ৩৬ বছর আগে ১৯৮৬ সালে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। এর তিন দশকেরও বেশি সময় পর তারই ছেলে ৬৪ বছরের ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবংকে বিপুল ভোটে নির্বাচিত করেছে দেশটির মানুষ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।