Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ

মাগুরা জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার মহম্মাদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মারা যাওয়ায় এ পদ শুন্য হয়। চেয়ারম্যান পদে জয়ের জন্য ভোটযুদ্ধে অবতীর্ন হয়েছেন আ’লীগের দলীয় প্রার্থী রাবেয়া বেগম নৌকা প্রতীক নিয়ে। অপর দিকে একই দলের ইকবাল আকতার সকাফুর উজ্জল ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির দলীয় প্রার্থী মহিদুল ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করলেও সেখানে বিদ্রোহী প্রার্থী আরিফুজ্জামান মিল্টন আনারস প্রতীক নিয়ে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন শেখ আব্দুল মান্নান। গত ২০১৭ সালের ২১ নভেম্বর উক্ত ইউনিয়নের চেয়াম্যান আবুল হোসেন মোল্লা মারা গেলে এ পদ শুন্য হয়। ২৫টি গ্রাম নিয়ে এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২১ হাজার ২৪৯ জন। ৯টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিয়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ