Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগ সম্পাদককে অব্যাহতি

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়ালকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল আওয়ামী লীগ মনোনীত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (নৌকা) চেয়ারম্যান প্রার্থী জাহেদ আলীর বিপক্ষে অবস্থান নেন। আর বিপক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস) প্রার্থী মিজানুর রহমানের পক্ষ নিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ বিভিন্ন রকম দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন। আর এসব অভিযোগ রয়েছে বিধায় গঠনতন্ত্রের (৪৭) ধারা মোতাবেক দল থেকে অব্যাহতি দেয়া হলো। অব্যাহতিপত্রটি কেন্দ্রে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কায়েতপাড়া ইউনিয়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ