Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই-বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
গত সোমবার ভোর ৬টায় কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের স‚চনা করেন।
এরপর কনস্যুলেট ভবনের কনফারেন্স রুমে কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রথম সচিব (দ‚তালয় প্রধান) প্রভাষ লামারাং এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দিবসটি উপলক্ষে দেয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. এ.কে.এম রফিক আহাম্মেদ, লেবার কাউন্সিলর এস এম জাকির হোসেন, প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান ও প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ন‚র-এ-মাহবুবা জয়া। সভায় কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ